ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১২ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে কমিশনার মো. মহসিন চৌধুরীকে।

সোমবার এক অফিস আদেশে একথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক জারিকৃত অফিস আদেশে বলা হয়, ‘কমিশনার মো. মহসিন চৌধুরীকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

আদেশে বলেছে, তার নিয়োগ গত শনিবার থেকে কার্যকর হবে। কারণ, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, শেয়ারবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান  অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত‌্যাগ করেন। গত শনিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি