ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিএসপিইউএ’র ঈদ পুনর্মিলনী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১৪ মে ২০২২

‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)’ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সংগঠন। জন্মলগ্ন থেকে এই সংগঠন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষামানের যুগোপযোগীকরণ, এবং শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তোলার জন্য কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (মে ১৪) সকালে গুলশানের হোটেল ট্রপিক্যাল ডেইসিতে সংগঠনটি ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি আলোচনা সভা এবং শিক্ষার্থী প্রতিনিধিদের একটি কর্মশালা অনুষ্ঠিত করেছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য এবং বিএসপিইউএ-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ড. এইচ এম জহিরুল হক, উপাচার্য, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ; ড. আনোয়ারুল কবির, উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ , ড. ইয়াসমিন আরা লেখা, উপ-উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি এবং মোশাররফ হোসেন, মানব সম্পদ প্রধান আইসিডিডিআরবি এবং সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পাশাপাশি বিএসপিইউএ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ৭০ জন শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে নিজেকে কিভাবে তৈরি করা যায় সেজন্য একটি কর্মশালা অনুষ্ঠিত করেছে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানমনস্ক শিক্ষার পরিবেশের বিকল্প নেই। দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বক্তারা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিল্প প্রতিষ্ঠানের সুষম সমন্বয়, মেধার সঠিক মূল্যায়ন, কল্যাণমূলক গবেষণা এবং শিক্ষার্থীদের সঠিক কর্মদক্ষতা গড়ে তুলার জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার পরামর্শ দেন। শিক্ষার বিশ্বমানের আধুনিকায়নে বিএসপিইউএ-এর অগ্রণী ভূমিকা পালনের ব্যাপারে বক্তারা আহ্বান জানান।
কেআই//  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি