বিকাল সাড়ে পাঁচটায় ফের বসছে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন
প্রকাশিত : ১১:২২, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১১:২২, ১৭ জুলাই ২০১৬
ঈদ উপলক্ষে দীর্ঘ ১৬ দিন মুলতবি থাকার পর বিকাল সাড়ে পাঁচটায় ফের বসছে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন। ইতোমধ্যে এই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পাশ হয়েছে।
গত ৩০ জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস করা হয়। এরপরই অধিবেশন ১৭ জুন বিকেল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। চলতি অধিবেশনের অতিবাহিত ২২ দিনে বাজেট ছাড়াও বেশ কয়েকটি বিল পাস হয়েছে। সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ি সংসদের চলতি অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন