ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিগ বস্ ওটিটি’ ছাড়তে চলেছেন সালমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

দীর্ঘ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ‘বিগ বস্’-এর সঞ্চালক সালমান খান। এ বছর আবার ‘বিগ বস্ ওটিটি’-র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে চলতি সপ্তাহে বিগ বস্-এর ঘরে এমন কাণ্ড ঘটল, যাতে দর্শকের চক্ষু প্রায় ছানাবড়া। গেম চলাকালীন দুই প্রতিযোগী আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদ একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন। তাতেই চটেছেন সালমান। সপ্তাহের শেষে প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ হয় ভাইজানের। সেখানেই মেজাজ খোয়ালেন সঞ্চালক। শো ছাড়ার ইঙ্গিত দিলেন সালমান!

এই শো-এ আসার আগে ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ বজায় রাখার কথা বলেছিলেন তিনি। জাদ-আকাঙ্ক্ষার চুম্বন সালমানের প্রতিশ্রুতিকে শুরুতেই যেন চ্যালেঞ্জ জানাল। তাতেই বেজায় চটেছেন তিনি। ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে এসে সালমান বলেন, ‘‘তোমরা সবাই ভাবছ, এই সপ্তাহে যা ঘটেছে সেটাই সপ্তাহের চর্চিত বিষয়! আসলে এটা পরীক্ষা ছিল তোমাদের শিক্ষার, সংস্কারের, পারিবারিক মূল্যবোধের। তোমরা যা করেছ, তার জন্য ক্ষমা চাইতে হবে না। আমি তোয়াক্কা করি না এই ক্ষমাপ্রার্থনার। আমি বেরোচ্ছি এই শো থেকে।’’ এখন জল্পনা, সত্যি সত্যিই কি শো ছাড়ছেন সালমান, নাকি বেরোবে কোনও রফাসূত্র!

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি