ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

বিচারপতি কে এম সোবহানের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৩১ ডিসেম্বর ২০২০

সাবেক বিচারপতি কে এম সোবহানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৭ সালের আজকের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। করোনার কারণে এ বছর বিশিষ্ট এই আইনজীবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সীমিত পরিসরে নানা কর্মসূচি পালিত হবে।

কে এম সোবহান প্রথমে ১৯৭১ সালের মার্চে হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হন। ১৯৭২ সালের জানুয়ারি থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন। এরপর আপিল বিভাগের বিচারপতি হন তিনি।

মানবাধিকার আন্দোলনের পুরোধা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি সোবহান ছিলেন যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশের সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি ১৯২৪ সালের ১ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি