ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিচারবহির্ভূত হত্যা-গুম চায় না সরকার: মোমেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ৮ অক্টোবর ২০২২ | আপডেট: ১৯:৫৪, ৮ অক্টোবর ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে কোনো লোক খুন বা গুম হোক এটা সরকার চায় না। এসব ঘটনার জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।’

শনিবার দুপুরে সিলেটের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের ফ্যাসিলিটিজ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, “পশ্চিমা দেশগুলোতে স্কুলে হামলা হয়, শপিংমলে হামলা হয়, প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যা হয় সেগুলো নিয়ে কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থুল পড়ে যায়।” 

“বাংলাদেশে কালেভদ্রে দু-একটি দুর্ঘটনা ঘটে, এটাও দুঃখজনক। সরকার কোনো বিচারবহির্ভূত হত্যা, গুম চায় না। এ বিষয় নিয়ে খুব কঠোর অবস্থান রয়েছে। কেউ কোনো ঘটনা ঘটালে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।” 

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথাব্যথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাঙালি জাতি গণতন্ত্র-মানবাধিকারের জন্য রক্ত দেওয়া জাতি। তাই নির্বাচন-গণতন্ত্র-মানবাধিকার নিয়ে কারও পরামর্শ প্রয়োজন নেই।” 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি