ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিছানা থেকেও উঠতে পারছেন না তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৪ মে ২০১৮

চোটে জর্জরিত তাসকিন আহমেদের শরীরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে তাসকিন লিখেন, `এমন ব্যাক পেইন যে বিছানা থেকে নামতেও পারতেছি না। প্লিজ সবাই আমার জন্য প্রার্থনা করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।`

২৩ বছর বয়সী এ পেস বোলারের এমন স্ট্যাটাসে ক্রিকেট প্রেমীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, এমআর আই করে দেখা গেছে তাসকিনের চোটটা এক্সট্রিম পর্যায়ের নয়। অপারেশন করানো বাধ্যতামূলক নয়। তবে অপারেশন করালে এই ব্যথা দূরে সেরে যাবে।

দেবাশীশ চৌধুরী আরও জানায়, তাসকিনের পিঠের চোটটা ডিস্ক সম্পর্কিত। বড় সমস্যা হচ্ছে এটা নিয়ে কিছু অনুমান করা যায় না। আজ ভালো তো কাল খারাপ। ও অনুশীলনে আসছে, বোলিং করছে, আবার বাসায় গিয়ে ব্যথায় ভুগছে। আপাতত তাসকিনের ব্যথা সারাতে তাকে ইনজেকশন দেওয়া হবে। এজন্য হাসপাতালে ভর্তি হতে হবে। রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে এই গতি তারকাকে নেওয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, চোটের কারণে আসন্ন আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন তরুণ গতি তারকা তাসকিন আহমেদ। মাঠে ফিরতে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সঙ্গে নিয়মিত জিম-রানিং, বোলিং-ফিল্ডিং অনুশীলন করে যাচ্ছেন। কিন্তু তার সুস্থতা পেতে আরও সময় লাগবে। আপাতত তার সমস্যার সমাধান খুঁজছেন বিসিবির চিকিৎসকরা। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি