ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিজিএমইএ ভবনটি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল

প্রকাশিত : ১৯:৩১, ২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৩১, ২ জুন ২০১৬

শেষ পর্যন্ত ভাঙ্গতেই হচ্ছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি- বিজিএমইএ’র ১৮তলা ভবন। বৃহস্পতিবার সকালে ভবনটি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। তবে এই আদেশের বিরুদ্ধে রিভিউ করার কথা জানান বিজিএমইএ সভাপতি। ১৯৯৮ সালের ২৮ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণ শেষ হলে ২০০৬ সালের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন উদ্বোধন করেন সে সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর বছর চারেক পর, রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ সংক্রান্ত একটি প্রতিবেদন ইংরেজী দৈনিকে ছাপা হলে, তা আদালতের নজরে আনা হয়। এনিয়ে প্রাথমিক শুনানির পর রুল জারি করে হাইকোর্ট। ২০১১ সালের ৩ এপ্রিল ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। পরে বিজিএমইএ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। এই আপিল খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আইনজীবী মনজিল মোরসেদ  জানান, এর ফলে তিন মাসের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙতে হবে। অবশ্য, এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তিনি জানান, রিভিউ নিষ্পত্তি হলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি