বিজিএমইএ সভাপতির সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত : ২২:৩৩, ২২ মে ২০১৯
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টেজ এবং কাউন্সেলর ফর ডেভলপমেন্ট কো-অপারেশন আন্দ্রিয়াস হার্টমান বুধবার বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এর সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত বিজিএমইএর নতুন বোর্ডকে অভিনন্দন জানান।
তিনি আশা ব্যক্ত করেন, এই বোর্ড জার্মান সরকার ক্রেতা ও অন্যান্য ষ্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে সক্ষম হবে।
বিজিএমইএর নতুন বোর্ড অ্যাকর্ড এর সাথে সমঝোতার যে উদ্যোগ নিয়েছে তিনি তার ব্যাপক প্রশংসা করে বলেন, এখন বিশুদ্ধ বাতাসে দম নেয়া যাচ্ছে, আর আমরা স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সংলাপের সম্ভাবনা দেখছি। তিনি শিল্পের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সেইসাথে আন্তর্জাতিক ষ্টেকহোল্ডারদের কাছে আরও কিভাবে পৌছাঁনো যেতে পারে সে ব্যাপারেও পরামর্শ দেন।
এনএম/ কেআই
আরও পড়ুন