ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বিজেপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানায়নি সরকার: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ৭ অক্টোবর ২০১৮

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ না হলে এ দেশ দখলের হুমকি দিয়েছে বিজেপির নেতা ও রাজ্যসভার সদস্য সুব্রামানিয়াম স্বামী। অথচ সরকার এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, এটা শুধু আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিচায়ক নয়, এটি সার্বভৌম বাংলাদেশের মর্যাদা ও স্বতন্ত্র রক্ষায় সরকারের সীমাহীন ব্যর্থতার নগ্ন প্রকাশ বলে দেশবাসী মনে করে।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী ব‌লেন, বাংলাদেশকে দখল করে নেওয়ার মতো দেশের স্বাধীন অস্তিত্ব ও সার্বভৌমত্ববিরোধী মারাত্মক হুমকিকে আমলে না নিয়ে দেশের চেয়ে নিজেদের স্বার্থকে অধিক গুরুত্ব দিয়েছে। যার ফলে পুনরায় প্রমাণিত হলো যে, বর্তমান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। সরকারের কাছে ক্ষমতাই সবকিছু, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিংবা মর্যাদার কোনও গুরুত্ব নেই।

বিএনপি নেতা বলেন, একটি গণতান্ত্রিক দল হিসেবে সুব্রামানিয়াম স্বামীর অভিযোগের যথার্থতা থাকলে সে বিষয়ে কার্যকর প্রতিকারের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদ স‌ম্মেল‌নে বিএন‌পির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন, চেয়ারপারসনের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছি‌লেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি