ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজ্ঞাপনে মিম মম মেহজাবীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিদ্যা সিনহা সাহা মিম, মেহজাবীন চৌধুরী ও জাকিয়া বারী মম। তারা সময়ের জনপ্রিয় অভিনেত্রী। নিজ নিজ গুনে বিনোদেন জগতে এরইমধ্যে পোক্ত আসন করে নিয়েছেন। তিনজনই লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট মাথায় পরেছেন ভিন্ন ভিন্ন সময়ে। লাক্সের বিজ্ঞাপনে আলাদা করে মডেলও হয়েছেন তাঁরা।


কিন্তু একসঙ্গে কাজ করেননি কখনো। না নাটকে, না বিজ্ঞাপনে। এবার লাক্সের একটি বিজ্ঞাপনে এক ফ্রেমে বন্দী হবেন মম, মিম ও মেহজাবীন। বিজ্ঞাপনটি তৈরি করবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।


পরিচালক বলেন, ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তিন দিন তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হবে।
এ ব্যাপারে মম বলেন, আগে বেশ কয়েকটি লাক্সের বিজ্ঞাপনে কাজ করেছি। মডেল হিসেবে একাই ছিলাম। এবার এক বিজ্ঞাপনে আমরা তিনজন। আশা করছি, ভিন্ন কিছু হবে। দর্শকের কাছে একটা চমক হবে এটি।


মেহজাবীন বলেন, আগে একসঙ্গে তিনজন লাক্স তারকাকে নিয়ে লাক্সের কোনো বিজ্ঞাপন তৈরি হয়নি। এই বিজ্ঞাপনটি বাংলাদেশে লাক্সের বিজ্ঞাপনে নতুন মাত্রা যোগ করবে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি