ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিজয় একাত্তর হলে সিনিয়র-জুনিয়রদের হাতাহাতি!

প্রকাশিত : ১৯:২৬, ২২ এপ্রিল ২০১৯

শবে বরাতের খাবারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সিনিয়র -জুনিয়রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার রাত ১টার দিকে হলের অতিথি কক্ষে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিজয় একাত্তর হলের জিএস নাজমুল হাসান নিশান শবে বরাত উপলক্ষে রাতে তার কর্মীদের জন্য খাবারের আয়োজন করে। এরপর নিশানের অনুসারী চতুর্থ বর্ষের তোফায়েল আহমেদ সহ কয়েকজন প্রথম বর্ষের শিক্ষার্থীদের খাবারের জন্য অতিথি কক্ষে ডাকে। তারপর অতিথি কক্ষে খেতে গেলে এদের মধ্যে কয়েকজন যারা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদের অনুসারী তারা খাবার না খেয়ে বের হতে চাইলে এক পর্যায়ে সিনিয়র ও জুনিয়রদের মাঝে হাতাহাতি হয়।

এই বিষয়ে বিজয় একাত্তর হলের জিএস নাজমুল হাসান নিশান বলেন, ‘শবে বরাত উপলক্ষে রাতে হলের সবার জন্য আমি খাবারের আয়োজন করেছিলাম। হলের সিনিয়ররা-জুনিয়রদের নিয়ে হলের গেস্ট রুমে খেতে গেলে এক পর্যায়ে হারুনের অনুসারী দ্বিতীয় বর্ষের কয়েকজন শাওন নামের তৃতীয় বর্ষের একজনকে মারধর করে। ঘটনা শুনে এরপর আমি নিচে গিয়ে পরিস্থিতি শান্ত করি।’

এই বিষয়ে হারুন অর রশিদ বলেন, ‘গেস্ট রুমে আমাদের সবার অনুসারীরাই ছিল। গেস্ট রুমে যখন চতুর্থ বষের শিক্ষার্থী তোফায়েল দ্বারা প্রথম বর্ষের যোবায়ের হোসেন জিদ্দাকে মারার খবর ছড়িয়ে পড়ে তখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেখানে যায়। এরপর মূলত তাদের সবার মধ্যে কথা কাটাকাটি হয়।’

এই বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এজিএম শফিউল আলম ভূইয়াকে ফোন দিলে বলেন, ‘আমি ছুটিতে ঢাকার বাইরে আছি। ঘটনার বিষয়ে এখনো কিছু জানি না।’

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি