ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বিজয় পেয়েছে ইমানুয়েল ম্যাক্রনের দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১২ জুন ২০১৭ | আপডেট: ১০:৪৬, ১২ জুন ২০১৭

ফ্রান্সের সংসদীয় নির্বাচনের প্রথম পর্বে বড় বিজয় পেয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল- এন মার্চ।
প্রেসিডেন্ট নির্বাচনে সফলতার পর এবার সংসদীয় নির্বাচনেও জয় পেলো এন মার্চ। এ বিজয়ের ফলে ফ্রান্সের প্রতিষ্ঠিত দুটি রাজনৈতিক দলকে সাইড লাইনে ঠেলে দিলো ম্যাক্রনের দল। যুদ্ধ পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনে ছিটকে পড়লো মধ্য ডানপন্থি রিপাবলিকান ও সোশালিস্টরা। নির্বাচনে দেশটির ৯০ শতাংশ ভোটার অংশ নেয় যাদের অধিকাংশই তরুন। প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসের মাথায় সংসদীয় নির্বাচনে ভোট দিলো ফরাসিরা। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামী রোববার।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি