ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিডিবিএল এর পরীক্ষা ২৪ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ১২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) সিনিয়র অফিসার পদের  নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক  সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

এ পরীক্ষায় আগের প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। নতুন প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া থাকবে। এই পরীক্ষা গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থকলেও দুর্গা পূজার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।                                                                   

সিনিয়র অফিসার পদের ওই পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। ৩৬টি শূন্য পদ  লক্ষাধিক প্রার্থী  আবেদন করেছেন।

পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই সব পরীক্ষার্থীকে কেন্দ্রে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এম/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি