বিদায়ী অর্থবছরে ৩৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি (ভিডিও)
প্রকাশিত : ২২:৫১, ১ জুলাই ২০১৮
বিদায়ী অর্থবছরে ৩৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং রপ্তানি বাড়াতে বেসরকারি খাতকে বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই।
রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়নবিষয়ক আলোচনায় এ’সব বলেন তারা।
টেকসই উন্নয়নে বেসরকারি খাতের অবদান শীর্ষক এই আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বক্তারা বেসরকারি খাত এগিয়ে নিতে অবকাঠামো উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের বিকল্প নেই।
সামগ্রিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে, ব্যাংক ঋণের সুদের হার এক অংকে নামিয়ে আনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। কথা বলেন দেশের রপ্তানি নিয়েও।
প্রয়োজনীয় সহায়তা পেলে বেসরকারি খাতের অবদান আরও বাড়বে বলে জানান এফবিসিসিআইর সভাপতি।
তিনি দেশের উন্নয়নে শিল্পায়নের বিকেন্দ্রীকরণের ওপরও জোর দেন।
এসএইচ/
আরও পড়ুন