ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে এমন দুঃস্বপ্ন দেখে লাভ নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

তারেক রহমানকে নেতৃত্ব আনতে বিএনপি খালেদা জিয়াকে অপসারণ করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের শান্তি সমাবেশে একথা বলেন তিনি।

কামরুল বলেন, সংবিধানে তত্ত্বধায়ক সরকারের নিয়ম নাই। আর হবেও না। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগও নেই। 

সরকার আদালতে প্রভাব বিস্তার করে না উল্লেখ করে কামরুল জানান, খালেদা জিয়ার জন্য আদালতে না গিয়ে বিএনপি নেতারাই অমানবিক আচরণ করছে। বিদেশীরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে এমন দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

বিএনপি আসুক অথবা না আসুক নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি