ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিদেশী শিক্ষার্থীদের পছন্দে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১৬ অক্টোবর ২০১৮

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক শিক্ষার্থী এখন দিনাজপুরের হাজী মোহাম্মদ বিজ্ঞান দানেশ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এ বিশ্ববিদ্যালয় ২২০ জন বিদেশী শিক্ষার্থী পড়াশুনা করছেন। 

তাদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৫২ জন এবং স্নাতকোত্তর ৭০ জন শিক্ষার্থী রয়েছে। আর এ সকল  শিক্ষার্থীরা নেপাল, ভুটান, ভারত, নাইজেরিয়া, সোমালিয়া ও ইথিওপিয়া থেকে আগত। 

বিদেশী শিক্ষার্থীদের কাছে এই বিশ্ববিদ্যালয়ে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে তাঁরা জানান, ‘বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এখানকার শিক্ষা পদ্ধতি অনেক ভাল, শিক্ষা ব্যয়ও অনেক কম, বিদেশী শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ সুযোগ সুবিধাও অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের এই অপরূপ সৌন্দর্যও আমাদের মনকে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি আকৃষ্ট করে ।এখানকার শিক্ষকেরাও অনেক বেশি আন্তরিক মনে হয়েছে ।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ১ম বর্ষের নাইজেরিয়ান শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হাবিপ্রবিতে শিক্ষা পদ্ধতি অনেক সহজ এবং শিক্ষা ব্যয় অনেক কম। তাছাড়া এখানে বিদেশী শিক্ষার্থী  ভর্তির হার বেশি থাকায় এটা আমাদের জন্য একটা সুবিধা।সহজেই এখানে পড়ার সুযোগ পাওয়া যায়।

সিএসই অনুষদের ২য় বর্ষের নেপালী শিক্ষার্থী পেটার আকাশ বলেন, ‘আমরা প্রথমে বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ এ্যাম্বাসিতে পরীক্ষা দেই। সেই পরীক্ষায় আমাদের মার্কসের উপর ভিত্তি করে এবং বিশ্ববিদ্যালয়ের চাহিদার উপর আমাদেরকে এ্যাম্বাসিতে থেকে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট করে দেওয়া হয়। আমরা ইচ্ছা মতো কোন বিশ্ববিদ্যালয় পছন্দ করতে পারিনা।

কৃষি বনায়ন বিভাগের মাষ্টার্সের সোমালিয়ান শিক্ষার্থী মোহাম্মদ আবদে ইসাক বলেন, বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এ বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী ভর্তির দিকে থেকে মান উপরে, শিক্ষা পদ্ধতি অনেক সহজ, শিক্ষার ব্যয় কম এবং খুব সহজে ভর্তি হওয়া যায়। আর আমাদের দেশ থেকে এখানকার ব্যবহারিক ক্লাসগুলো খুব ভাল হয়।’   

বিদেশী শিক্ষার্থী বেশি থাকার কারণ হিসাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার জানান, ‘আমাদের এখানে শিক্ষার মান উন্নত, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিদেশী শিক্ষার্থীদের এখানে বেশী সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করা হয় এবং তাদের ব্যয় কম হয় এ কারণে মূলত তাদের আগ্রহ বেশি থাকে। এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই সহযোগিতা পূর্ণ। এবং এখানে প্রতিবছর স্নাতক পর্যায়ে ৫০জন করে বিদেশী শিক্ষার্থী ভর্তির সুযোগ প্রদান করা  হয়।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি