ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিদেশে থেকেও বাড়ানো যাবে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১১ জানুয়ারি ২০২৫

বিদেশে থেকেও ভিসার মেয়াদ বাড়াতে পারবেন সৌদি প্রবাসীরা। সেইসঙ্গে নির্ভরশীল সদস্যদের বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন। এমন তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়নের এই সুবিধা চালু করা হয়েছে।

এছাড়াও, সৌদি আরবের বাইরে থেকেও প্রবাসীরা তাদের একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।

পাসপোর্ট অধিদপ্তর আরও জানিয়েছে, নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম "আবশার" এবং "মুকিম" পোর্টালের মাধ্যমে গ্রহণ করা যাবে।

উল্লেখ্য, সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী বসবাস করেন। সৌদি আরব সম্প্রতি শ্রমবাজারকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে বেশ কিছু সংস্কার চালু করেছে।  শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব কর্মসূচি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

নতুন নিয়ম অনুযায়ী, অনির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকের পক্ষ থেকে ৩০ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়মে নিয়োগদাতাদের বাধ্য করা হয়েছে যেন তারা শ্রমিকদের মধ্যে সমান সুযোগ নষ্ট বা ক্ষতিগ্রস্ত করে, এমন কোনো কাজ না করেন।

এছাড়া, সৌদি আরবে মাতৃত্বকালীন ছুটি ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে। আরেকটি পরিবর্তনে পরীক্ষামূলক কর্মসংস্থানের সর্বোচ্চ সময়সীমা ১৮০ দিন নির্ধারণ করা হয়েছে।

২০২০ সালে সৌদি আরব বড় ধরনের শ্রম আইন সংস্কার চালু করে, যা তাদের স্পন্সরশিপ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন আনে। এই সংস্কারগুলো পরের বছর কার্যকর হয় এবং প্রবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি, নিয়োগদাতার অনুমতি ছাড়াই প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার নিয়মাবলি নির্ধারণ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, কর্মী ও নিয়োগদাতার চুক্তি শেষ হলে, নিয়োগদাতার জন্য কর্মীর ফেরার টিকিটের খরচ বহন বাধ্যতামূলক করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি