ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিদেশে সঙ্গিনীদের সঙ্গে রাখার অনুমতি পাচ্ছেন কোহলিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২০ অক্টোবর ২০১৮

বিদেশ সফরের পুরোটা সময় নিজেদের প্রিয়জনকে পাশে রাখতে চান বিরাট কোহলিরা। আর তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুমতি চেয়েছিলেন তারা। প্রাথমিকভাবে সাড়া না দিলেও অবশেষে অনুমতি দিতে যাচ্ছে বিসিসিআই। এর ফলে এখন থেকে বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।

বোর্ডের পক্ষ থেকে এখনও অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে হুট করে তা জানিয়ে কোহলিদের সারপ্রাইজ দিতে চাচ্ছেন বোর্ডের কর্মকর্তারা।

প্রসঙ্গত, বিসিসিআইয়ের বর্তমান নিয়মানুযায়ী, ৪৫ দিনের কোনও সফরে গেলে, সেই সফরের দুই সপ্তাহ পর ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন স্ত্রী-বান্ধবীরা। তবে এবার এ নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে।

জানা যাচ্ছে, পরবর্তী সিরিজ থেকেই বিদেশ সফরে পুরোটা সময় স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেট তারকারা। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বোর্ড। তবে শুধু ক্রিকেটার নন, দলের কোচ ও সাপোর্ট স্টাফদের ব্যাপারেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি