ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিদ্যুৎখাতের উন্নয়নে সরকারের সবকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে- তৌফিক-ই-এলাহী

প্রকাশিত : ২২:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৬

pdbবিদ্যুৎখাতের উন্নয়নে সরকারের সবকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-এলাহী। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি শাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎখাতের উন্নয়ন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ করতে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নসহ অন্যান্য প্রকল্পের উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। বিদেশী ব্যাংকের পাশাপাশি দেশীয় ব্যাংকগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। এরপর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়াতে এইচএসবিসি ব্যাংক ও পিডিবি মধ্যে আর্থিক চুক্তি সম্পন্ন হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি