বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু
প্রকাশিত : ১২:৫৯, ১৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:০২, ১৬ নভেম্বর ২০২১
নিহত আনোয়ার হোসেনের রেখে যাওয়া দুই সন্তানকে নিয়ে স্বজনদের আহাজারি
টাঙ্গাইলে বিদ্যুৎ স্পর্শে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোরিক্সার ব্যাটারির ক্যাবল খুলতে গেলে বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে ছেলের। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা আইন উদ্দিন।
মঙ্গলবার ভোররাত ৪টার দিকে সদর উপজেলার গোসাই জোয়ার গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার বাবা আইন উদ্দিন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসেন জানান, আজ ভোর ৪টার দিকে আনোয়ার হোসেন তার ব্যাটারিচালিত অটোরিক্সাটি ঘর থেকে বের করতে যান। এ সময় চার্জে থাকা ব্যাটারির ক্যাবল খুলতে গেলে বৈদ্যুতিক তারের স্পর্শ লাগে তার। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা আইন উদ্দিনও এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার হোসেনের তিন ও এক বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে।
এএইচ/
আরও পড়ুন