ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

বিনা অভিবাসন ব্যয়ে চাকরি সুযোগ পাওয়া শতাধিক নারীকর্মীর অবহিতকরণ কর্মশালা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ১২ জুন ২০২৪ | আপডেট: ১৭:৫৮, ১২ জুন ২০২৪

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানে চাকরির সুযোগ পাওয়া শতাধিক নারীকর্মীকে তাদের কর্ম সংক্রান্ত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আওতায় উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গনে বুধবার বেলা ১১টায় জব ফেয়ারের মাধ্যমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেলাইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বিদেশগমনেচ্ছু এসব নারী কর্মীদের বোয়েসেলের আয়োজনে আইওএম এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে গেস্ট অব অনার পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মো: রুহুল আমিন, বো য়ে সে ল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মলিক আনোয়ার হোসেন, আইওএম বাংলাদেশ এর চীফ অফ মিশন আবদুসছত্তার ইসভি, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, পৌর মেয়র ফায়জুর রশিদ খসরু, যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ আরো অনেকে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি