ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন যাবত কোলন ক্যানসারসহ অন্যান্য রোগে ভুগছিলেন জুটন চৌধুরী। তিনি পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’য় প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। এরপর নিজেই সম্পাদনা করেছেন ‘বিনোদনচিত্র’। সর্বশেষ তিনি দৈনিক ‘সংবাদ প্রতিদিন’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় ২৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সক্রিয়ভাবে রিপোর্টার্স ইউনিটি, বাচসাচ, বিসিআরএ-সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি