ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিপদে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৭ ডিসেম্বর ২০২১

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এরপর ব্যাট হাতে নেমে মহাবিপদেই পড়েছে বাংলাদেশ। ২২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। ব্যাট করেছে ১০ দশমিক ১ ওভার। 

দুই ওপেনার সাদমান ইসলাম ৩ ও অভিষেক ম্যাচ খেলতে নামা মাহমুদুল হাসান জয় শুন্য রানে ফিরেন। তাদের দু’টি উইকেট নেন পাকিস্তানের স্পিনার সাজিদ খান। চার নম্বরে ১ রান করে রান আউট হন অধিনায়ক মোমিনুল হক। 

এর আগে, টানা বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিন মাঠে বল গড়াতে পারেনি। তবে চতুর্থ দিন সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয় খেলা। 

২ উইকেটে ১৮৮ রান নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন খেলতে নামে পাকিস্তান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে দিন শুরু করেন। 

আজ দিনের দশম বলে আজহারকে শিকার করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ১৪৪ বল খেলে ৮টি চারে ৫৬ রান করেন আজহার। প্রথম দিন দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন আজহার ও বাবর। তৃতীয় উইকেটে ১২৩ রান যোগ করেন তারা। 

আজহারের ফেরার ১৬ বল পর, বাবরের বিদায় নিশ্চিত করেন আরেক পেসার খালেদ আহমেদ। বাবরকে ব্যক্তিগত ৭৬ রানে লেগ বিফোর আউট করেন খালেদ। দুই ম্যাচ ও তিন ইনিংস পর অবশেষে 

টেস্ট ক্যারিয়ারে প্রথম উইকেটের দেখা পেলেন খালেদ। ১২৬ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন বাবর। দলীয় ১৯৭ রানে বাবরের বিদায়ের পর দলের হাল ধরে অবিচ্ছিন্ন থেকে প্রথম সেশন শেষ করেন ফাওয়াদ আলম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ফাওয়াদ ১৯ ও রিজওয়ান ২৬ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় সেশনে হাফ-সেঞ্চুরি তুলেন ফাওয়াদ ও রিজওয়ান। ফাওয়াদ দ্বিতীয় ও রিজওয়ান ষষ্ঠ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। ৯৯তম ওভারে দলের স্কোর ৩শ হবার পরই ইনিংস ঘোষনা করে পাকিস্তান। ৯৮ দশমিক ৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষনা করে পাকিস্তান। এসময় ফাওয়াদ ৯৬ বলে ৭টি চারে ৫০ রানে অপরাজিত ছিলেন। ৪টি চার ও ১টি ছক্কায় ৯৪ বলে ৫৩ রান করেন রিজওয়ান। 

বাংলাদেশের স্পিনার তাইজুল ৭৩ রানে ২টি, এবাদত-খালেদ ১টি করে উইকেট নেন। ১৯ ওভার বল করে ৫২ রানে উইকেটশুন্য ছিলেন সাকিব। ম্যাচের প্রথম দিন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রানে আউট হন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি