ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিপিএল’র টিম হোটেলে ডিজে পার্টি নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২৫ অক্টোবর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে যেসব হোটেলে খেলোয়াড়রা থাকবেন সেসব হোটেলে কোনো প্রকার ডিজে পার্টির আয়োজন করা যাবে না। পাশাপাশি হোটেলগুলোতে থাকতে হবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা, আর্চওয়ে, লাগেজ স্ক্যানারসহ মেটাল ডিটেক্টর।

বুধবার সকালে বিপিএল আয়োজন উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় এসব নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সভায় বিসিবি ও বিপিএল ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমন্বয় করে সব ফ্রাঞ্চাইজিদের কাজ করতে হবে। খেলা চলাকলীন সময় টিম হোটেলে বহিরাগতরা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারবেন না। প্রয়োজনে হোটেল লবিতে তারা দেখা করবেন।

তিনি বলেন, বিপিএল চলাকালীন সময়ে দলগুলোর সমর্থকরা মাঠে শোডাউন করতে পারবে না। সিট প্লানিং অনুযায়ী দর্শকদের নিজ নিজ আসনে বসতে হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুত থাকবে গোয়েন্দা পুলিশ ও পোশাকধারী পুলিশ। খেলা ও অনুশীলনের পূর্বে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র‌্যাব দিয়ে ভেন্যু স্যুইপিং করা হবে।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে তিন পর্বে এই খেলা অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর হবে সিলেট পর্ব। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্ব। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর এবং ২ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা পর্ব। ১২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএল এর ফাইনাল ম্যাচ। আর রিজার্ভ ডে হিসেবে ১৩ ডিসেম্বরকে রাখা হয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি