ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএলের আজকের খেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে আজও রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে লড়বে খুলনা-রংপুর।  আর দ্বিতীয় ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। ৩ ম্যাচ শেষে দুই জয়ে রংপুরের পয়েন্ট ৪।

আর সমান ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি খুলনা। প্রথম জয়ের স্বপ্ন নিয়ে রংপুরের মুখোমুখি হবে খুলনা।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেটের সঙ্গে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরের শুরুটা ভালো হয়নি কুমিল্লার। তিন ম্যাচ খেলে সবগুলোতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা।

আর এই ম্যাচে সিলেটকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি