ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বিপিএল: ঢাকার দ্বিতীয় পর্বে আজ দুই ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৩ জানুয়ারি ২০২৩

আবারও ঢাকায় ফিরেছে বিপিএল ক্রিকেট। চট্টগ্রাম পর্ব শেষে আজ মিরপুরে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।

সোমবার দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে রংপুর। এক ম্যাচ বেশি খেললেও সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এই ম্যাচে দুই দলের সামনেই রয়েছে শীর্ষ চারে ওঠার সুযোগ। 

মাঠের খেলায় সেরাটা দিয়ে সুযোগটা লুফে নিতে চায় তারা। 

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের তলানির দল ঢাকার বিপক্ষে জয়ের ছন্দ ধরে রাখতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মাশরাফির সিলেট স্ট্রাইকার্স এখনও এক নম্বরে। পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে থাকায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল দুই নম্বরে। তৃতীয় স্থানটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি