বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য হাথুরুর
প্রকাশিত : ১১:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরটি নিয়ে নানা প্রশ্ন আছে বোর্ডকর্তা থেকে খেলোয়াড়, সবার মধ্যেই। এর মান নিয়ে সমালোচনা করতে ছাড়েননি বিদেশি ক্রিকেটাররাও। এবার এই বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে টাইগারদের এ কোচ কোনো রাখঢাক না করেই এই (বিপিএল) টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন।
বিপিএল বিশ্বমানের কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, কোনোভাবেই না। আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।
এখানেই না থেমে হাথুরু বিপিএলের ওপর আইসিসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।
স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টির দক্ষতা বাড়াতেই শুরু হয়েছিল বিপিএল। তবে লঙ্কান মাস্টার মাইন্ডের মতে, বিপিএলের মাধ্যমে সেটা হচ্ছেই না, উল্টো ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্ভর করতে হচ্ছে বিদেশি ক্রিকেটারদের ওপর।
মূলত হাথুরু বিপিএল চলাকালীন বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে ভালো চোখে দেখছেন না। আবার দেশের সর্বোচ্চ ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশিদের অংশগ্রহণও সাড়া জাগানোর মতো অবস্থানে নেই।
সাধারণত তরুণ ক্রিকেটারদের কথা বিবেচনা করেই বিপিএলের আয়োজন করা হয়। কিন্তু সেখানেই সমস্যা, যাদের গুরুত্ব বেশি থাকা দরকার তারাই অবহেলিত থাকছেন। এই বিষয়ে হাথুরু বলেছেন, এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে।
এরপর হাথুরু নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, সেরা কিছু খেলোয়াড় খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।
এমএম//