ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

বিপিএল: রংপুর-বরিশালের ম্যাচ দিয়ে প্লে-অফ শুরু রোববার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএলের প্লে-অফ শুরু রোববার। এলিমিনেটর ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। 

আর ফাইনালের লড়াইয়ে প্রথম কোয়ালিফাইয়ারে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হচ্ছে তারকায় ঠাসা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

ক্রিকেটারদের পরফরম্যান্সে ভাটা পড়েছে সব বিতর্ক। স্পোটিং উইকেটে প্রায় প্রতিটি ম্যাচেই চার-ছক্কায় মাঠ মাতান ক্রিকেটাররা। কম যাননি দেশিরাও। সর্বোচ্চ রানে দেশিরাই এগিয়ে। উইকেট শিকারেও তাই।

মাশরাফির নেতৃত্বে আসরজুড়েই দুর্দান্ত সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচে নয় জয়ে সবার আগেই নিশ্চিত করে নক-আউট। বিপিএল ইতিহাসে ২০১৩ সালে তৃতীয় স্থানই এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। তবে এবার ধারাবাহিকতা ধরে রেখে ট্রফিতেই চোখ সিলেটের।

প্রথম কোয়ালিফায়ারে স্ট্রাইকার্সদের বাধা কুমিল্লা। ফাইনালে যাওয়ার দৌড়ে হারলেও সুযোগ থাকছে শীর্ষ দু’দলের। তবে সেদিকে নজর না দিয়ে কাজটা আগেভাগেই সারতে চায় মাশরাফির সিলেট।

এদিকে, হতাশা দিয়ে আসর শুরু করলেও চ্যাম্পিয়নের মতোই ঘুরে দাঁড়ায় কুমিল্লা। টানা নয় ম্যাচে জিতে রীতিমতো উড়ছে তারা। জয়ের রেকর্ড ধরে রাখতে ক্যারিবিয়ানতারকা রাসেল-নারিনদের দলভুক্ত করে শক্তি বাড়িয়েছে। ছন্দ ধরে রেখে রেকর্ড চতুর্থ শিরোপায় নজর ভিক্টোরিয়ান্সদের।

ডিআরএস পদ্ধতি না থাকায় লিগ পর্বে বেশ কয়েকটা ম্যাচে রিভিউ জটিলতায় পড়তে হয়েছে আম্পায়াদের। তবে নক-আউটে এসে সমাধান মিলছে। 

সাকিবের নেতৃত্বে লিগ পর্বে শুরুতে দুর্দান্ত বরিশাল শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হেরেছে। এলিমিনেটরে হারলেই বাদ। তাই আর কোনো ভুল না করে শিরোপার রেসে টিকে থাকতেই মাঠে নামবে বরিশাল।

তবে প্রতিপক্ষ রংপুর শেষ ম্যাচে হারলেও আগের সাত ম্যাচে টানা জয়ের স্বাদ ভুলতে চাইবে না নুরুল হাসানরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি