ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বিপিএল সপ্তম আসরে ‘খুলনা টাইগার্স’র স্পন্সর প্রিমিয়ার ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ১৮ নভেম্বর ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সম্মানার্থে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে ১১ ডিসেম্বর।

গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ‘প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স’ দল তৈরির কার্যক্রম চলছে। টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিও নিয়োগসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিসিবি প্রদত্ত নিয়ম ও সময় মেনে সব ধরণের কার্যক্রম পর্যায়ক্রমে চলতে থাকবে। 

বিপিএলে প্রথমবারের মতো টাইটেল স্পন্সর হওয়া প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম বলেন, 'ক্রিকেট নামের খেলাটির প্রতি বাঙালির ভালোবাসার কথা আমরা সবাই জানি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরে ‘প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স’ দলের মাধ্যমে বাংলাদেশের বহুল জনপ্রিয় খেলা ক্রিকেটের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত। বিপিএলের মতো আসর ক্রিকেটের জন্য তো বটেই; বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।'

এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া খুলনা টাইগার্স দলের খেলোয়াড় তালিকায় রয়েছেন, মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো (সাউথ আফ্রিকা), রবি ফ্রাইলিংক (সাউথ আফ্রিকা), শামসুর রহমান, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির (পাকিস্থান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্থান), আলিয়াস আল ইসলাম, তানভির ইসলাম, রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্থান)।

উল্লেখ্য যে, অ্যাডভারটাইজিং এজেন্সি মাইন্ড ট্রি’র কাছ থেকে টাইটেল স্পন্সরশীপ কিনে নেয় প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি