ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিপিজিএ’র সভাপতি আব্দুল ওয়াহেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২৮ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (পিআর) লে. কর্নেল আবদুল ওয়াহেদ (অব.)। সেক্রেটারি জেনারেল পদে ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া (অব.) এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে মেজর গোলাম মোর্শেদ (অব.) নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তাহের জামিল চৌধুরী এবং ট্রেজারার খন্দকার রাহাত তাহিন পরশ।

বিপিজিএ ২০১৮ এর ইলেকশন এক্সিকিউটিভ কমিটি ২০১৯-২০ মেয়াদের জন্যে নির্বাচিত এই নতুন এক্সিকিউটিভ কমিটির পুরো প্যানেল ঘোষণা করে।

১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে আরও রয়েছেন কর্নেল মো. শহীদুল হক (অব.), গ্রুপ এম. লোকমান ফারুক (অব.), মেজর মাহমুদুর রহমান (অব.), লে. কর্নেল নাসির আহমেদ (অব.), মেজর এসকে মো. ইউসুফ রেজা (অব.), জামাল হোসেন মোল্লা, মো. হাবিবুর রহমান, মো. আবদুল কাদির, জাকিরুজ্জামান জাকির এবং তাসিন সাফায়েত।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিপিজিএ বাংলাদেশে গলফ খেলাকে জনপ্রিয় করে তুলতে এবং এ দেশের গলফকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে। পেশাদার গলফার গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছে সংগঠনটি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি