ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বি.বাড়িয়ায় বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদনের প্লান্ট উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ২০ মার্চ ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদনে নব নির্মিত প্লান্টের উদ্বোধন ও পৌরসভার নিকট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় স্থাপিত প্লান্টটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির। এতে সভাপতিত্ব করেন পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস। পরে প্লান্টটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। 

প্রসঙ্গত, পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই প্লান্টটি প্রতিদিন ১২ টন জৈব বর্জ্য থেকে ৫০০ কেজি জৈব সার ও ১ টন প্লাস্টিক ও পলিথিন থেকে ৫০০ লিটার অপরিশোধিত তরল জ্বালানি উৎপাদন করতে সক্ষম। ১ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে প্লান্টটি স্থাপনের ফলে বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনাসহ পরিবেশ সুরক্ষিত হবে।  

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি