ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বিবিআরের উদ্যোগে ওয়েবনিয়ার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ২৪ আগস্ট ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের (বিবিআর) উদ্যোগে সম্প্রতি ‘‌দ্য শ্রীলংকান ক্রাইসিস: লেসনস ফর ডেভেলপিং কান্ট্রিজ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চেয়ারম্যান, আইসিএমএ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।

বিবিআর পরিচালক প্রফেসর এসএম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. ললিত পি. সামারাকুন। বিবিআর চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র মজুমদার ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি