ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিবিসিসিআই এর নর্থ ওয়েস্ট রিজিয়নের সভা 

যুক্তরাজ্য সংবাদদাতা

প্রকাশিত : ২০:০৭, ৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ব্রিটেনের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) এর নর্থ ওয়েস্ট রিজিয়নের উদ্যোগে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় হাইড শহরের আদনান রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়।

বিবিসিসিআই নর্থ ওয়েস্ট রিজিয়ন এর প্রেসিডেন্ট সাংবাদিক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য আব্দুল মালিক আহাদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাজী সাদ মিয়া। করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিবিসিসিআই এর প্রেসিডন্ট বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র উপদেষ্টা শাহগীর বক্ত ফারুক, ডাইরেক্টের জেনারেল সাইদুর রহমান রেনু, মুহিব চৌধুরী, আ.ক.ম নুরুজ্জামান, আব্দুল মোনেম, কাউন্সিলর জাহাংগীর হক ও ওয়াসী চৌধুরী ও নর্থ ওয়েষ্ট রিজিয়নের সেক্রেটারী মোজাহিদ খান।

বক্তারা বিশেষ করে করোনাকালীন সময়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে সক্রিয় রাখায় নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।  
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি