ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিভিন্ন জেলায় সরিষার বাম্পার ফলন (ভিডিও)

প্রকাশিত : ১৭:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

এ মৌসুমে দেশের বিভিন্ন জেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় বেড়েছে কৃষকদের আগ্রহ। বিভিন্ন জায়গায় প্রণোদনা হিসেবে বীজ-সারও দিয়েছে কৃষি বিভাগ। ফলন ভালো হলেও সরিষার ন্যায্য বাজারদর নিশ্চিতের দাবি চাষীদের।

জামালপুরে অনুকুল পরিবেশে বাম্পার ফলন হয়েছে সরিষার। ৭ উপজেলায় আবাদ হয়েছে ১৭ হাজার ৩শ’ হেক্টর জমিতে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেট্রিক টন ।

চাষের খরচ কম ও অন্য ফসলের চেয়ে উৎপাদন বেশি হওয়ায় লক্ষ্মীপুরে জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। এবার ফলনও ব্যাপক।

জেলায় ৩শ’ ২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। চাষীরা বলছেন, প্রতি একর জমিতে সরিষা চাষে খরচ পড়ে ৫/৬ হাজার টাকা। আয় হয় ১৮ থেকে ২০ হাজার টাকা মতো।

নেত্রকোনাতেও এবার সরিষার ফলন ভালো। প্রণোদনা হিসেবে বীজ, সারসহ কৃষি উপকরণ দেয়া হয়েছে ৩ হাজার কৃষককে।

সরিষার উৎপাদন বাড়লেও নায্য মূল্য নিয়ে শঙ্কিত কৃষক। নজরদারির মাধ্যমে বাজারদর নিশ্চিতের দাবি সাধারণ চাষীদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি