ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বিভিন্ন ব্যাংকের টাকা লুটপাটে জড়িতদের সাজা না হওয়ায় রিজার্ভের অর্থ লুট হয়েছে- রিজভী

প্রকাশিত : ১৭:০২, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০২, ১৪ মার্চ ২০১৬

bnpহলমার্ক, বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের টাকা লুটপাটে জড়িতদের সাজা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লুট হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, জনগনের টাকা হ্যাকিংয়ের নামে সরকার লুটপাট করেছে। হ্যাকিং হওয়ার পরও একমাস বিষয়টি গোপন রাখা, প্রমাণ করে সরকার ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। জাতীয় প্রেসক্লাবে অপর আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, জনগনের টাকা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এই ঘটনার আরও তদন্তকরলে দেখা যাবে এর সঙ্গে এর সঙ্গে সরকার দলের লোকজন জড়িত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি