বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দারা
প্রকাশিত : ১৭:২৯, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:২৯, ২৩ জুলাই ২০১৬
অস্ত্র, বিস্ফোরক ও মাদক চোরাচালান বন্ধে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান অপারেশান আইরিন চালিয়েছে শুল্ক গোয়েন্দারা।
শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে এ অভিযান শুরু হয়। অপারেশন আইরিনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে একযোগে এ অভিযান চালানো হচ্ছে। বিজিবির ডগ স্কোয়াডের তিনটি কুকুর দিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এর আগে গত সোমবার থেকে দুইদিন বন্দর জেটিতে অভিযান পরিচালিত হয়। গত ৮ জুলাই থেকে দেশের বিমান, স্থল, নৌ বন্দরগুলোতে এ অভিযান পরিচালিত হচ্ছে। আজ অভিযানের শেষ দিন। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের অধীনে রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন