ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমানবন্দরে স্বামীসহ নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক নারী চেয়ারম্যানকে তার স্বামীসহ গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তারকৃতদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। রাতে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এর আগে বুধবার দুপুরে তারা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম।

আটক শিরিন চৌধুরী ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার স্বামীর নাম মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। 

ওসি মমিনুল ইসলাম জানান, দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ ঢাকা বিমানবন্দরে যান শিরিন চৌধুরী। এসময় ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ইউপি চেয়ারম্যান পরিচয় দেন। বিষয়টি পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন তাদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি