ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

বিমানবন্দর থেকে ৭ জন সরাসরি হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১৯ মার্চ ২০২০

শরীরে তাপমাত্রা বেশি থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতজনকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তৌহিদ-উল-আহসান বলেন, শরীরে তাপমাত্রা বেশি থাকায় গত ২৪ ঘণ্টায় ওই যাত্রীদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মাঝে মাঝে ফ্লাইট পরিচালনা করছে।

এ সময় বিমানবন্দরে কর্মরত কারও মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও জানান বিমানবন্দরের এই পরিচালক।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি