ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমানের বাথরুমে মিয়া খলিফা : নেটদুনিয়ায় তোলপাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:১৪, ১৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মিয়া খলিফা মানেই উত্তেজনা। পর্নস্টারদের পিছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় নিজেকে চর্চায় রাখেন তিনি। কখনও ফ্যানদের আবদারে রান্না করেন, তো কখনও কেউ সেলফি তুলতে গিয়ে বদমাইশি করলে আচ্ছা করে তুলোধোনাও করেন। মিয়া খলিফা এমনই। সম্প্রতি ফের তাঁকে নিয়ে চর্চা শুরু হল নেটদুনিয়ায়। তা সম্প্রতি তিনি আবার কী করলেন?

মিয়া খলিফা অবশ্য বিশেষ কিছু করেননি। বিমানে প্রায়শই যাতায়াত করতে হয় তাঁকে। সেরকমই এক সফরে বিমানে টয়লেটে একটি সেলফি তুলেছেন। সেটি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

নেটিজেনরা বলছেন, বিমানের বাথরুমে মিয়াকে যে এ অবস্থায় দেখা যাবে তা ভাবতেও পারেননি তাঁর অনুরাগীরা। পাশাপাশি যে ক্যাজুয়াল প্যান্টটি মিয়া খলিফা পরেছিলেন সেটির দিকেও নজর গেছে অনুরাগীদের। তার প্যান্টের নকশার সঙ্গে কেউ কেউ ওয়াই-ফাই সিগন্যালের তুলনা করেছেন। কেউ কেউ আবার অন্য প্রসঙ্গ এনেছেন। মিয়ার সহযাত্রীর সৌভাগ্য নিয়ে অনেকে ঈর্ষাণ্বিত হয়েছেন। সব মিলিয়ে নিছক একটা সেলফিই মিয়াকে আরও একবার নেটদুনিয়ায় দিনভর ট্রেন্ডিংয়ে রাখল।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি