ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বিমানের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৪ জানুয়ারি ২০২০

গ্রাহক সুবিধা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

 বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

সরকারের অতিরিক্ত সচিব ও বিমান বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মো. মোকাব্বির হোসেন এবং ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্র হস্তান্তর করেন। 

এ সময় ইসলামী ব্যাংকের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অপরদিকে বিমান বাংলাদেশের ডাইরেক্টর প্ল্যানিং এয়ার কমোডর (অব.) মো. মাহবুব জাহান খান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মুহাম্মদ সালাহউদ্দিন, জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মো. মিজানুর রশীদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সকল ভিসা ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড গ্রাহকবৃন্দ বিমানের সকল অভ্যন্তরীণ ফ্লাইটে ১০% ও আন্তর্জাতিক ফ্লাইটে সর্বোচ্চ ২০% ডিসকাউন্ট সুবিধা পাবেন। 

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি