ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমানে উঠতেই আসনের তলা থেকে বেরিয়ে এল সাপ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ১৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

এ যেন বিখ্যাত সেই হলিউড ছবি ‘স্নেকস অন আ প্লেন’-এর দৃশ্য। বিমানের মধ্যে ডজন খানেক বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল দুষ্কৃতীরা। যেখান সেখান থেকে ঝুলছে সাপ। তাদের ভয়ে প্রাণ ওষ্ঠাগত যাত্রীদের।

বাস্তবে যদিও একটিই মাত্র সাপ। তা-ও আবার নির্বিষ। ফ্লোরিডা থেকে নিউ জার্সিগামী ইউনাইটেড এয়ারলাইন্স-এর বিমানে বসে থাকা এক যাত্রীর আসনের তলা থেকে উদ্ধার করা হল সাপটি। তবে সাপটি বিষাক্ত না হলেও যাত্রীদের মনে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট।

ইউনাইটেড এয়ারলাইন্স-এর বিমানটি নিউ জার্সি বিমানবন্দরে অবতরণ করা মাত্রই ‘বি‌জনেস ক্লাস’-এর যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করেন। কেউ পা তুলে আসনের উপর বসে পড়েন। আবার কেউ বিমান জুড়ে দৌড়তে শুরু করেন।

সাপটিকে দেখতে পাওয়া মাত্রই বিমানকর্মীরা সেখানকার বনবিভাগে খবর দেন। পরে সাপটিকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়।

তবে, এই ঘটনা প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার কুয়ালা লামপুর থেকে তাওয়াউগামী এয়ার এশিয়ার বিমানেও সাপ খুঁজে পাওয়া গিয়েছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছিল সমাজমাধ্যমে।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি