ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিমান থেকে পড়ে গেলেন কেবিন ক্রু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৭, ১৫ মার্চ ২০১৮

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান থেকে নিচে পড়ে গেছেন বিয়ামটির এক কেবিন ক্রু।

না, উড়ন্ত অবস্থায় এমন ঘটনা ঘটেনি। মাটিতে থাকা অবস্থায়ই বিমানটির দরজা দিয়ে নিচে পড়ে গেছিলেন ঐ কেবিন ক্রু।

গতকাল বুধবার উগান্ডার এনতেবে বিমানবন্দরে ঘটনাটি ঘটে। বিমানটি তখন টার্মিনাল টাওয়ারের পাশে দাঁড়ানো ছিল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় এই এয়ারলাইন্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিমানটি যখন তার পরবর্তী ফ্লাইটের যাত্রীদের জন্য তৈরি করা হচ্ছিল তখন দুর্ভাগ্যবশত খোলা দরজা দিয়ে নিচে পড়ে যান এবং আহত হন তিনি। তবে ঐ বিমান ক্রু’র নাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

আহত বিমান ক্রু’কে এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে সবধরনের সহযোগিতার কথাও জানায় ফ্লাই এমিরেটস।

একই সাথে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘটনায় কর্তৃপক্ষকে তদন্তে সব ধরণের সহায়তার আশ্বাসও দেওয়া হয়।

সূত্র: গালফ নিউজ

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি