ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিরাজমান তাপপ্রবাহ চলবে অন্তত এক সপ্তাহ

মানিক শিকদার

প্রকাশিত : ২২:০৭, ১৭ এপ্রিল ২০২৪

তীব্র তাপপ্রবাহের কবলে খুলনা ও রাজশাহী বিভাগ। কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সহসা স্বস্তি মিলছে না। রাজধানীসহ সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলবে অন্তত এক সপ্তাহ। 

বৈশাখের শুরু থেকেই তাপদাহের কবলে সারাদেশ। খুলনা ও রাজশাহী বিভাগের কয়েক জেলায় তাপমাত্রা তীব্র আকার ধারণ করেছে। জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

চুয়াডাঙ্গায় ৪০.৭ ডিগ্রি, রাজশাহীতে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা, এছাড়াও সারাদেশের তাপপ্রবাহ চলছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, “রাজশাহী ও পাবনাতে তীব্র তাপদাহ চলছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে।”

চট্টগ্রাম-সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা আছে সেই সাথে বৈশাখী ঝড়ে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বজলুর রশিদ বলেন, “মাঝখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। গতকালও ঢাকায় বৃষ্টি হয়েছিল এতে সাময়িক তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আজকে সকাল থেকে তাপমাত্রা আগের মতোই রয়েছে। আজকে ঢাকাতে মৃদু আকারে তাপদাহ আছে, যেটা ৩৬.৫ ডিগ্রি।”

আগামী সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও করছে আবহাওয়া বিভাগ। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। 

এই আবহাওয়াবিদ বলেন, দিন ও রাতের উভয় সময়ই তীব্র গরম অনুভূত হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি