বিরাটকে টপকে গেলেন বেয়ারস্টো
প্রকাশিত : ১৫:১০, ১২ আগস্ট ২০১৮
ইংলিশদের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েছেন৷ এবার ব্যাক্তিগত রেকর্ডেও ধাক্কা খেলেন বিরাট কোহলি৷ লর্ডসে দলের সংকটজনক অবস্থায় বিরাটের যখন ‘বিরাট’ মাথাব্যথা তখন তাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ব্রিটিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো৷
গতকাল শনিবার লর্ডসে ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে চলতি বছরে তিন ফরম্যাট মিলিয়ে রানের বিচারে বিরাটকে টপকে যান বেয়ারস্টো৷ চলতি বছরে তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের নামের পাশে রয়েছে এক হাজার ৪০৪ রান৷ আর লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রান হাঁকানোর পর বেয়ারস্টোর রান এখন এক হাজার ৪৮২৷ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ১৪৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো৷ ১২টি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান৷
সাপ লুডোর খেলায় পিছিয়ে পড়লেও পরবর্তী সময়ে দুর্দান্ত ব্যাটিং করে মৌসুমের সর্বাধিক রান হাঁকানোর তালিকায় ফের উপরের সারিতে উঠে আসতে পারেন বিরাট৷ এজবাস্টন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২০০ রান হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক৷ তার ব্যাটের দিকেই তাকিয়ে রয়েছে ভারত৷ বল নড়তেই বাকিরা যখন উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন, তখন একক লড়াইয়ে এজবাস্টন টেস্টে ভারতকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন বিরাট৷ সিরিজে এখনও সাত ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পাবেন কোহলি৷
তিন ফর্ম্যাট মিলিয়ে বেয়ারস্টো বনাম কোহলি-
তিন ফরম্যাট মিলিয়ে কোহলি খেলেছেন ২১ ম্যাচ, সেখানে সব মিলিয়ে কোহলির ঝুলিতে রয়েছে এক হাজার ৪০৪ রান৷ অন্যদিকে, ৩০ ম্যাচে বেয়ারস্টোর সংগ্রহ এক হাজার ৪৮২ রান৷
বেয়ারস্টো- ৭ টেস্টে ৪৪৫ রান, কোহলি- ৫ টেস্টে ৫০৯ রান
বেয়ারস্টো- ১৯ ম্যাচে ৯৭০ রান, কোহলি- ৯ ম্যাচে ৭৪৯ রান
বোয়ারস্টো- ৪ ম্যাচে ৬৭ রান, কোহলি- ৭ ম্যাচে ১৪৬ রান
সূত্র: কলকাতা ২৪x৭
একে//