ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিরাটকে টপকে শীর্ষে স্মিথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ১৪ আগস্ট ২০১৮

লর্ডসে ইংল্যান্ডের কাছে টেস্ট ম্যাচ হারার পাশাপাশি আর একটা ধাক্কা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। ঐতিহ্যের লর্ডসে ইনিংস ও ১৫৯ রানে হারের পর আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যান হিসেবে এক নম্বর জায়গা হারালেন বিরাট কোহলি৷ ভারত অধিনায়ককে টপকে ফের শীর্ষে নির্বাসনে থাকা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ৷

লর্ডস টেস্টের দুই ইনিংসে অল্প রানে আউট হয়ে যাওয়ার ফলেই এক নম্বর ব্যাটসম্যানের লড়াইয়ে পিছিয়ে গেলেন ভারত অধিনায়ক। তবে শুধু কোহালিই নন, লর্ডস টেস্টে খারাপ পারফরম্যান্সের জেরে প্রায় সব ভারতীয় ক্রিকেটারের র‌্যাঙ্কিংয়েই প্রভাব পড়েছে। ব্যতিক্রম আর. অশ্বিন। দুই ইনিংসে ২৯ ও ৩৩ নট আউট করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন এই ভারতীয় স্পিনার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০০ রান করলেও দ্বিতীয় টেস্টে ব্যর্থ হওয়ায় রেটিং পয়েন্ট হারিয়ে সিংহাসন হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এলেন কোহলি৷ এজবাস্টনে প্রথম টেস্টে ভারত হারলেও বিরাটের ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি (১৪৯) এবং হাফ-সেঞ্চুরি (৫১)৷ লর্ডসে দ্বিতীয় টেস্টে বিরাটের অবদান মাত্র ২৩ ও ১৭৷ আর এতেই স্মিথের পিছনে চলে গেলেন বিরাট৷ ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠে এলেন স্মিথ৷

লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক ছিলেন জিমি অ্যান্ডারসন। যে পারফরম্যান্সের সুবাদে ন’শো পয়েন্টের সীমা টপকালেন তিনি। ৩৮ বছরের মধ্যে অ্যান্ডারসনই হলেন প্রথম ইংল্যান্ড বোলার, যিনি নয়শো পয়েন্টের গণ্ডি টপকালেন। অ্যান্ডারসনের পয়েন্ট এখন ৯০৩। এর আগে ইংল্যান্ড বোলারদের মধ্যে ন’শো ক্লাবের সদস্য ছিলেন সিডনি বার্নস, জর্জ লোম্যান, টনি লক, ইয়ান বোথাম, ডেরেক আন্ডারউড ও আলেক বেডসার।

অ্যান্ডারসনের বোলিংয়ের প্রশংসা শোনা গেছে সচিন টেন্ডুলকারের মুখেও। সোমবার সচিন টুইট করেন, ‘অসাধারণ বোলিং করল অ্যান্ডারসন এবং ব্রড। আমাদের এখন ভাল ক্রিকেট খেলতেই হবে।’ হরভজন সিংহ বলেছেন, ‘জিমি অ্যান্ডারসন হল কিং অব সুইং।’ স্টুয়ার্ট ব্রড আবার মন্তব্য করেছেন, ‘ভাগ্যিস গল্‌ফ বলের আঘাতটা গুরুতর হয়নি!’

প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন৷ অল-রাউন্ডার হিসেবে শীর্ষ স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান৷ দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে জাদেজা ও অশ্বিন৷ ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম দু’টি টেস্ট না-খেলেও নিজের জায়গা ধরে রেখেছেন বাঁ-হাতি অল-রাউন্ডার জাদেজা৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি