ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরাটের আগে রণবীর ছিল আনুশকার প্রেমিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার সম্পর্কের কথা সকলেরই জানা। ইতালিতে তাঁদের বিয়ে নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে আনুশকা সম্পর্কে প্রকাশ্যে এলো নতুন তথ্য। বিরাটের আগে নাকি এক বলিউডি নায়কের সঙ্গে সম্পর্ক ছিল আনুশকা শর্মার।

বলিউড মহলে গুঞ্জন, বিরাটের আগে নাকি রণবীর সিংহের প্রেমে পড়েছিলেন আনুশকা। ২০১০-এ ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার সেটে নাকি তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। ওই সিনেমাতে ওয়েডিং প্ল্যানারের চরিত্রে অভিনয় করেছিলেন এই জুটি। তাঁদের কেমিস্ট্রিও পছন্দ হয়েছিল দর্শকদের।

রণবীর-আনুশকার প্রেমের গুঞ্জনে যখন সরগরম বলিউড, সে সময় আনুশকাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। আনুশকাও মজা করে বলেন, ‘জানেন, ওর সঙ্গে কেন ডেট করিনি? ও বাজে ছেলে।’ তবে এই মন্তব্যের পরেও বেশ কিছুদিন চলেছিল এই গুঞ্জন।

বলিউডে একটা অংশের প্রশ্ন, দীপিকা কি জানেন, এই সম্পর্কের কথা? আপাতত তিনিই তো রণবীরের গার্লফ্রেন্ড। আবার এই সম্পর্কের কথা জানলে বিরাটের কী প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়েও জল্পনা চলছে বিভিন্ন মহলে।

সূত্র : আনন্দবাজার

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি