ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিরাটের কাছে হার মানলেন আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩১, ১২ নভেম্বর ২০১৮

আনুশকার সৌন্দর্যে হার মেনেছেন বিরাট কোহলি। বলিউড সুন্দরীর রূপে কাবু হয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রেমে হাবুডুবু খেয়েছেন বেশ ক’বছর। শেষ পর্যন্ত ঘরনী করে ছেড়েছেন।  

সৌন্দর্যে কাবু করলেও আনুশকাকে বিরাটের কাছে একটা জায়গায় হার মানতে হলো ঠিকই।  র‌্যাম্পে সুন্দরীতমা স্ত্রীকে হারিয়েছেন বিরাট।

র‌্যাম্পে বিরাটের হাটা দেখলে অ্যামেচার কোনো মডেল মনে হবে না্।  একেবার পেশাদার মডেলের মতো ব়্যাম্পে হাঁটাচলা বিরাটের৷

হাঁটা চলাতেই বুঝিয়ে দিয়েছেন এই মঞ্চেও তিনিই রাজা৷ এরপর ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দেওয়া৷ দেখলে মুহূর্তের জন্য মনে হতেই পারে বিয়ের পর অনুষ্কার থেকে টিপস নিয়ে লাইট ক্যামেরা সামলাতে নিপুণ হয়ে উঠেছেন ভিকে৷

সম্প্রতি ওয়ান 8 নামের এক ব্র্যান্ডের প্রমোশনে বিরাটকে পাওয়া গেল ব়্যাম্পে৷ ক্যামেরার সামনে আশাটা বিরাটের কাছে নতুন কিছু নয়, ক্রিকেট কেরিয়ারের শুরু থেকেই বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছেন৷ এবার অবশ্য অন্য অভিজ্ঞতা৷

নতুন ভূমিকাতেও বিরাট কিন্তু ফ্যানেদের মনে জায়গা করে নিলেন দারুণ ব্যাটিং করে৷ শুধু বিরাটই নয়, বিরাটের ভাই ও শ্যালকও ব়্যাম্প কাঁপালেন৷

ব়্যাম্পে বিরাট যতই ফুরফুরে মেজাজে থাকুক না কেন সময়টা একেবারে ভাল যাচ্ছে না বিরাটের৷ মাঠের বাইরে বিতর্কিত মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়া এখন নেটিজেনের রোষের মুখে ভারতীয় ক্রিকেটের মিস্টার এইটিন৷

সম্প্রতি এক অ্যাপে বিরাট বলেন, ‘দেশের ক্রিকেটারদের সমর্থন না করে বিদেশের ক্রিকেটারদের অনুরাগী দলে তাঁদের ভারত ছাডা় উচিত৷’ কোহলির এই তির্যক মন্তব্যেই বেঁকে বসেছেন তাঁর অনুরাগীরা৷

অনেকেই বলছেন বিরাট চরম ক্রিকেটবিদ্বেষ মন্তব্য করেছেন৷ একজন স্পোর্টস ব্যাক্তিত্ব হয়ে কীভাবে তিনি অন্য কোনও দেশের খেলোয়াড়দের সমর্থন করা যাবে না বললেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়া চরম সমালোচনায় বিরাট কিন্তু নির্বাক৷

পাল্টা টুইটে কোহলি শুধু লিখেছেন, ‘বাক স্বাধীনতাকে শ্রদ্ধা করি, আমার মন্তব্যকে এতটাও গুরুত্ব দেবেন না৷ উৎসবের মরশুমে লঘু বিষয়কে লঘু করে দেখতে শিখুন৷’

বিতর্কের মাঝে হাওয়া কীভাবে ঘোরাতে হয়, ভালোই জানেন কোহলি৷ হঠাৎ ব়্যাম্পে হেঁটে বিরাট যেন সব নজর ঘুরিয়ে দিলেন৷ বোল্ড আউট করলেন সমালোচকদের৷ যারা বিরাটের সমালোচানায় মত্ত ছিল, তাঁদের হাতে এখন ব়্যাম্পের ছবি ধরিয়ে দিলেন বিরাট৷

শুধু কি তাই! কোহলি অনুরাগীরা তো বলতে শুরু করেছেন কোথায় যেন ব়্যাম্পে হাঁটার ক্ষেত্রে আনুশকাকেও হারিয়ে দিলেন বিরাট৷ সত্যিই তা আপনারাই বিচার করবেন৷

সূত্র : কলকাতা প্রতিদিন।

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি