ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরাট-আনুশকাকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৪, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রায় চার বছরের সম্পর্কের মধুর পরিণিতি হতে যাচ্ছে। বিরাট-অনুশকা জুটি এবার সাতপাকে বাঁধা পড়ছেন। ইতালিতে এই শুভ কাজটি সম্পন্ন করছেন দু’জন। ইতিমধ্যে দুজনের পরিবারও পাড়ি দিয়েছে ইতালিতে। হাই প্রোফাইল এই বিয়ে নিয়ে কৌতূহল শোবিজ ও ক্রিকেট প্রেমী সকল ভক্তদের। সোশ্যাল মিডিয়াতেও আলোচনার শীর্ষে রয়েছে এই দুটি নাম। আর তারই মাঝে ভবিষ্যদ্বাণীও শোনা যাচ্ছে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে।

জানা যায়, এক জ্যোতিষী বিরুষ্কার বিয়ের পরবর্তী জীবন কেমন হবে সেই বিষয়ে তথ্য দিয়েছেন। তাঁর মতে, বিয়ের পরে বিরাট এবং অনুষ্কার কেরিয়ারে আরও বড়সড় উন্নতি হবে এবং সুখী দাম্পত্য জীবন লাভ করবেন। তবে মতানৈক্যও যে হতে পারে সেই বিষয়েও জানানো হয়েছে। কয়েকটি গ্রহ বিরুষ্কার বিয়েকে সফল করে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ সংসার এবং কাজ। এই দুই জায়গাতেই বিরুষ্কাকে ব্যালান্স করে চলতে হবে সবসময়। এমনটাই জানালেন ওই জ্যোতিষী।

প্রসঙ্গত, দুজনের পরিবার ইতালিতে পাড়ি দেওয়ার পরই তাদের বিয়ে নিয়ে প্রায় নিশ্চিত অনেকেই। মনে করা হচ্ছে ১২ ডিসেম্বরই সেই শুভ দিন।

সূত্র : আনন্দবাজার

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি