ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরিয়ানির সঙ্গে গিলে ফেললেন আস্ত গয়না!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৭ মে ২০২২

Ekushey Television Ltd.

ঈদ মানেই আনন্দ। আর এই দিনে বন্ধুর সঙ্গে আড্ডা আর খাওয়া দাওয়ায় মেতে উঠেন প্রায় সকলেই। এবারের ঈদে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে ভারতের চেন্নাইয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। বিরিয়ানি খাওয়ার সময় একজন গিলে ফেললেন দেড় লক্ষ টাকার আস্ত গয়না! 

জানা যায়, পেশায় গয়নার দোকানের এক নারী কর্মী ঈদ উপলক্ষে তার বাড়িতে আয়োজন করেছিলেন নানা পদের খাবার। অনেকের সঙ্গে বান্ধবীসহ দাওয়াত করেছিলেন বান্ধবীর প্রেমিককেও।  

পার্টি শেষ হওয়ার পর আয়োজক নারী খেয়াল করেন, তার একটি হিরের আংটি, একটি সোনার চেইন ও একটি হিরের পেনডেন্ট নেই।

এরপরই তার সন্দেহ হয় বান্ধবীর বয়ফ্রেন্ডকে। এরপরই সোজা থানার দ্বারস্থ হন তিনি। 

তার অভিযোগ, বিরিয়ানি খাওয়ার ফাঁকেই বান্ধবীর বয়ফ্রেন্ড কোনওভাবে গয়না হাতিয়ে নেন। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে বীরুগামবাক্কম থানার পুলিশ। 

তদন্তে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নেন। জানান, গয়না তার পেটে! পরে পেট স্ক্যান করলে সেখানেই হদিশ মেলে গয়নার। এরপর চিকিৎসকরা তার পেট থেকে ৯৫ হাজার টাকার নেকলেসসহ আরও ২৫ হাজার টাকার সোনার গয়না উদ্ধার করেন।

গয়না ফিরে পাওয়ায় থানা থেকে নিজের অভিযোগ ফিরিয়ে নেন ওই যুবতী। তাই অভিযুক্তকে আর গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ আরও জানায়, মদ্যপ অবস্থাতেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন সেই যুবক।

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি